তারাশঙ্কর গুপ্ত,বাঁকুড়া:দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো বাঁকুড়ার হাটআশুড়িয়ার স্টাইল পরিবার।শনিবার হাটআশুড়িয়ার হাটআশুড়িয়া উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ১১০ জন দুস্থ মানুষদের হাতে কম্বল এবং ১০০জন শিশুকে শীত বস্ত্র তুলে দেওয়া হয় ।একটি বসে আঁকো প্রতিযোগিতার ও আয়োজন করা হয় ।
স্টাইল পরিবারের সভাপতি রাজেশ মন্ডল জানান আমরা কয়েকজন বন্ধু ও তাদের পরিবার নিয়ে এই সংস্থা করেছি।দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্যে।বাঁকুড়ায় এবছর প্রচন্ড শীত পড়েছে ।প্রবল শীতে কষ্ট পাচ্ছেন গরিব মানুষ গুলি ।তাই আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো ।
কয়েকশ মানুষের উপস্থিতিতে হাসি ফুটল একশোরও বেশি দুস্থ মানুষ ও শিশুর মুখে।উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বাউল আশ্রমের স্বামী সচিদানন্দ মহারাজ ।এই উদ্যোগে খুশি গ্রামের মানুষ ।