মদনমোহন সামন্ত, কলকাতা, 13 মার্চ 2019 : “কাউন্সিল নয়, ইউনিয়ন চাই” দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন বৃহত্তর রূপ নিল। এতদিন পর্যন্ত তারা ক্যাম্পাসের ভিতরে অনশন, অবস্থান ইত্যাদি বিভিন্ন উপায় অবলম্বন করছিল।
আজ তারা ইউনিয়নের দাবি নিয়ে রাজভবন অভিযান এর ডাক দেয়। একাডেমী অফ ফাইন আর্টস এর সামনে থেকে তারা মিছিল করে জওহরলাল নেহেরু রোড ছেড়ে মেয়ো রোডে পড়তেই পুলিশ তাদের গতিরোধ করে। পুলিশের বাধা পেয়ে ছাত্রছাত্রীরা মেয়ো রোডে অবস্থান শুরু করে দেয় ।
রাস্তার উপরে বিশাল আকারে তাদের দাবি ” হোক ইউনিয়ন” লিখে ফেলে । ব্যারিকেড দিয়ে ঘিরে রাখার ফলে ছাত্রছাত্রীরা আর এগোতে না পারলেও পুলিশ পরে তাদের এক প্রতিনিধিদলকে রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করার জন্য নিয়ে যায়।