নিজস্ব প্রতিনিধি : 34 নম্বর জাতীয় সড়কের আমডাঙা বিডিও অফিস মোড়ে মোটরবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী । আহত দুই উচ্চমাধ্যমিক ছাত্রীকে পরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ ।
একই বাইকে দুই ছাত্রী ও চালক ছিলেন। সামনে হঠাৎ একটি সাইকেল আরোহী এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাইক।
চালকের অবস্থা গুরুত্বর। আহত দুই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর আমডাঙা থানার পুলিশ পরীক্ষা শুরুর পনেরো পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়।