এই মূহুর্তে অবৈতনিক শিশু শিক্ষা চলছে পরিবেশ এ By News Editor - June 16, 2019 0 25 নিজস্ব প্রতিনিধি : মাধ্যমগ্রাম সৃষ্টির পথে সংস্থার অবৈতনিক শিশু শিক্ষা আলয় মুক্ত পরিবেশে চলছে,এখানে খোলা মনে শিশুরা শিক্ষা গ্রহন করে। শিশুদের টিফিন,শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।অনেকেই সংস্হার এই কাজে হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে সাধুবাদ জানাই।