নিজস্ব প্রতিনিধিঃ প্রতিরক্ষা শিল্প বেসরকারিকরন রুখতে ও পুরনো পেনশন প্রকল্প চালু সহ মোট আট দফা দাবিতে দেশের একচল্লিশটি প্রতিরক্ষা শিল্প কারখানায় চলছে বাহাত্তর ঘন্টার ধর্মঘট। এই ধর্মঘটে স্হায়ী ও অস্থায়ী প্রায় পাঁচ লক্ষ কর্মী সামিল হয়েছে।
তাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার চাইছে বেসরকারি সংস্থার হাতে এই শিল্প তুলে দিতে কিন্তু তা আমরা হতে দেব না প্রযোজন হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবো ।
এই ধর্মঘটে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত বাম,কংগ্রেস ও বিজেপি সমর্থিত সব কটি সংগঠনই অংশ নিয়েছে।