নিজস্ব প্রতিবেদকঃ আসানসোল পুরসভার ৫২ নং ওয়ার্ড তথা কোর্ট বাজার এলাকায় মঙ্গলবার সকালে একটি স্টোনচিপ বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা দাঁড়িয়ে থাকা
একটি মোটর বাইক সহ এক ভিখারিকে ধাক্কা মারে ৷ ঘটনার জেরে ভিখারি গুরুতর জখম হয় ৷
পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রা ভিখারিকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় ৷
একই সাথে সংঙ্কীর্ণ পথে যানজট সহ নিত্যদিন দুর্ঘটনার সম্ভাবনা তৈরী হওয়ায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ প্রায় ৩০ মিনিট বিক্ষোভ চলার পর আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ও যানজট স্বাভাবিক করে ৷
তবে এলাকার স্থানীয় পুরমাতা ববিতা দাস বলেন , বাজার অঞ্চল হওয়ায় ও রাস্তার দুইপাশে যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকা ও রেল গেটের কারণে প্রতিদিনই এলাকায় তীব্র যানজটের সৃস্টি ও দুর্ঘটনার সম্ভাবনা তৈরী হয় ৷
আমরা বাজার কমিটি ও ট্রাফিক বিভাগের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি ৷