মাধব দেবনাথ , মালদা : লোকসভা নির্বাচনে মালদা জেলায় আশানুরূপ ফল হয়নি তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেই বলে হাল ছাড়লে চলবেনা না,দল ও সংগঠন কে আরো শক্তিশালী করতে এবারে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। মালদা টাউন এর জয় হিন্দ বাহিনীর সভাপতি সন্দীপ রায়ের নেতৃত্বে ইতিমধ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার উন্নয়নে জয় হিন্দ বাহিনী,
একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। এই বিষয়ে, সভাপতি সন্দীপ রায় জানান, মালদা জেলায় জয় হিন্দ বাহিনীর সংগঠন শক্তিশালী করতে তারা ইতিমধ্যে ময়দানে নেমেপড়েছেন যুবক যুবতীদের তিনি আহ্বান জানান তাদের সংগঠনে যুক্ত হওয়ার জন্য।
আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্তি শালি করতে মালদা জেলায় একাধিক কর্মসূচি গ্রহণ করবে জয় হিন্দ বাহিনীর সদস্যরা বলে জানান সভাপতি সন্দীপ রায়, তিনি আরও বলেন বিরোধীরা কূটনীতির জাল যত ছাড়াবে, আমাদের জয় হিন্দ বাহিনীর সংগঠন আরো মজবুত হবে।কারণ মালদা তথা বাংলার মানুষ,শান্তি চাই।