নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি কলকাতার উপকন্ঠে দৃশ্যগ্রহণ হল ‘হরেকৃষ্ণ জুয়েলার্স’ নামক চলচ্চিত্রের।
একটি সোনার দোকানের মালিকের সঙ্গে তাঁর কাছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গহনা কিনতে আসা এক গৃহবধূর বন্ধুত্বের ও এক পতিতা কন্যার সমব্যথী হয়ে তাকে সঠিক পথে চালিত করার গল্পই এই ছবিতে তুলে ধরা হয়েছে।
দেবযানী প্রোডাকশনসের পরিবেশনায়, নিমাই ভট্টাচার্য্যের গল্পের উপর আধারিত এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, রজতাভ দত্ত, চুমকি চৌধুরীর, তুলিকা বসু, অনামিকা সাহা, সোমা চক্রবর্তী, পৃথা ব্যানার্জ্জী, সম্বুদ্ধ, দেবিকা সেনগুপ্ত সহ আরও অনেকে।
ছবিটির পরিচালনায় আছেন জয়ন্ত উপাধ্যায়।চিত্রনাট্য স্বর্গতঃ শক্তিপদ রাজগুরু ও জয়ন্ত।সঙ্গীত পরিচালনায় তরুন মিত্র ও কিশোর চ্যাটার্জ্জী।চলতি বছরের এপ্রিল মাসের শেষে আমরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাব।