গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : মঙ্গলবার পূর্ব-বর্ধমান জেলার এসটিকেকে  রোড় সংলগ্ন কাটোয়া বাসস্ট্যান্ডের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের সহযোগিতায় ও কাটোয়া পৌরসভার উদ্যোগে কাটোয়া সুফল বাংলার ১০৭ নং স্টলের শুভ উদ্বোধন হয়।

কাটোয়া সুফল বাংলার ১০৭ নং স্টলের শুভ উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত।এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

উপস্থিত ছিলেন  পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল, পূর্ব-বর্ধমান কৃষিজ বিপণন (প্রশাসনিক) সহ কৃষি অধিকর্তা সুদীপ কুমার পাল,পূর্ব-বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেবু টুডু, দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here