গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া : জম্মু কাশ্মীরের পুলওয়ামায় নিহত বীর শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁইহাট বৌদ্ধ সংঘের উদ্যোগে আয়োজন করা হলো মোমবাতি নিয়ে মৌন মিছিল।
১৭ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে দাঁইহাট বৌদ্ধ সংঘের অঙ্গনে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংঘের সম্পাদক মৃনাল দেবনাথ ।
দাঁইহাট ফুটবল একাডেমি ও দাঁইহাট বাচিকশিল্পী সংগঠনের সদস্যরাও এই মৌন মিছিলে অংশগ্রহণ করেন। যখন যে রাস্তা দিয়ে মিছিল গেছে তখন সেই জায়গায় মৌনতা ছড়িয়ে পড়েছে পরিবেশে।
বৌদ্ধ সংঘ ছাড়াও দাঁইহট সমাজ কল্যাণ সংঘ ও আরো বেশ কয়েকটি সংগঠন আলাদা ভাবে মৌন মিছিল ও শহিদ বেদীতে ফুল দান ও মোমবাতি জ্বালিয়ে অমর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।