নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভেজাল মদে একের পর এক মানুষের মৃত্যুর পর থেকেই ভেজাল মদ এবং বেআইনিভাবে বিক্রি হওয়া মদের বিরুদ্ধে অভিযানে নামে রাজ্য পুলিশ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এলাকাতেই বেআইনিভাবে মদ বিক্রি চক্র সক্রিয়। রাজ্যের অন্যান্য স্থানের মত শিলিগুড়ি শহরেও বেআইনিভাবে মদ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা এলাকায় সবচেয়ে বেশি বেআইনিভাবে মদ বিক্রির তথ্য উঠে আসে পুলিশের তদন্তে। এরপর লাগাতার অভিযান শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা। বিগত এক মাসে 52 জনেরও বেশি বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। প্রতিটি অভিযানে উদ্ধার হয় প্রচুর দেশী এবং বিদেশী মদ। শুক্রবার রাতেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ অভিযান চালায় এনজিপি স্টেশন সংলগ্ন রাজাহোলি এলাকায়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজাহোলি এলাকার দুটি বাড়িতে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় কমল রায় এবং রমেশ কে। ধৃত দুই বেআইনি মদ কারবারির হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর দেশী এবং বিদেশী মদ। শনিবার ধৃত কমল রায় এবং রমেশ রায় কে জলপাইগুড়ি আদালতে পাঠায় এনজেপি থানার পুলিশ।