বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

 

2024 সুপার কাপ (স্পন্সরশিপের কারণে 2024 কলিঙ্গা সুপার কাপ নামেও পরিচিত ) হবে সুপার কাপের 4 তম সংস্করণ এবং ভারতের জাতীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার 42 তম আসর ।

কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে 2023 সালের সংস্করণ জিততে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ওড়িশা এফসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন । কাপের বিজয়ীরা 2024-25 AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রাথমিক পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করবে।

কলিঙ্গ সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি

১) ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ: ৯ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
২) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আই লিগ ১: ৯ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
৩) কেরালা ব্লাস্টার্স বনাম আই লিগ ২: ১০ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
৪) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি: ১০ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
৫) মুম্বই সিটি এফসি বনাম আই লিগ ৩: ১১ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
৬) চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি: ১১ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
৭) এফসি গোয়া বনাম আই লিগ ৪ : ১২ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।

৮) ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি: ১২ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
৯) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি: ১৪ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
১০) ইস্টবেঙ্গল বনাম আই লিগ ১: ১৪ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
১১) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম আই লিগ ২: ১৫ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
১২) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম জামশেদপুর এফসি: ১৫ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
১৩) চেন্নাইয়িন এফসি বনাম আই লিগ ৩: ১৬ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
১৪) মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি: ১৬ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।

১৫) এফসি বনাম গোয়া বনাম বেঙ্গালুরু এফসি: ১৭ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
১৬) ওড়িশা এফসি বনাম আই লিগ ৪: ১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
১৭) হায়দরাবাদ এফসি বনাম আই লিগ ২: ১৯ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
১৮) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল: ১৯ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
১৯) জামশেদপুর এফসি বনাম আই লিগ ২: ২০ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
২০) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২০ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।

২১) পঞ্জাব এফসি বনাম আই লিগ ৩: ২১ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।

২২) মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি: ২১ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
২৩)  বেঙ্গালুরু এফসি বনাম আই লিগ ৪: ২২ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম – পিচ ১।
২৪) এফসি গোয়া বনাম ওড়িশা এফসি: ২২ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
২৫) প্রথম সেমিফাইনাল: গ্রুপ ‘এ’ জয়ী বনাম গ্রুপ ‘বি’ জয়ী, ২৪ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।
২৬) দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘সি জয়ী বনাম গ্রুপ ‘ডি’ জয়ী, ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।

২৭) ফাইনাল: প্রথম সেমিফাইনাল বনাম দ্বিতীয় সেমিফাইনাল, ২৮ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম – মূল পিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *