বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
নিমাজের শহের জমজমাট ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ। পেণ্ডুলামের মতো তৃতীয় দিনেে দুলল ম্যাচের ভাগ্য। দিনভর টান টান ম্যাচ শেষে হয়ত কিছুটা হলেও সুবিধা জনক জায়গায় ভারত। ভারতীয় বোলারররা একটু সক্রিয় হলেই চতুর্থ দিনেই ম্যাচ জিততে পারে ভারত। তবে জয়ের পথে কাঁটার নাম অলি পোপ।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল(৮০), কেএল রাহুলের ৮৬ ও জাদেজার ৮৭ রানে ৪৩৬ রান তোলে ভারত। তৃতীয় দিনের সকালে ১৫ রানেই ভারতের তিন উইকেট পড়ে যায়।
ইংল্যান্ডের হয়ে রুট চারটি, রেহান আহমেদ ও হার্টলি দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন জ্যাক লিচ। প্রথম ইনিংসে ১৯০ রানে ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকে ভারত।
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ঝড়ের গতিতে রান তুলতে থাকেন।কিন্তু ভারতীয় বোলাররা দলকে খেলায় ফেরালেন। দুই ওপেনারকে যেমন বড় রান করতে দিলেন না তেমনই অল্প রানেই বেন স্টোকস ও বেয়ারস্টোদের ফেরালেন। কিন্তু ভারতের জয়ের মাঝে কাঁটা হয়ে দাঁড়ালেন অলি পোপ। শতরান করে ভারতীয় বোলারদের চাপে ফেলে দিলেন।
তৃতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৩১৬, তাঁরা এগিয়ে ১২৬ রানে। চতুর্থ দিনে দ্রুত চার উইকেটে ফেলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে হবে রোহিতদের।