বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মোহালির পর টিম ইন্ডিয়ার মিশন এবার ইন্দোর। মধ্যপ্রদেশের এই শহরেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের ফয়সালা করে নিতে মরিয়া ভারত। প্রথম ম্যাচ জিতে ফিল গুড মেজাজ টিম ইন্ডিয়ার শিবিরে। কিন্তু ইন্দোরে ভারতীয় দলের সদস্যদের ফেভারিট কী? এই তালিকায় সর্ব সম্মতভাবে উঠে এল দুটি নাম।
মোহালি থেকে ইন্দোরের যাত্রাপথের একটি ভিডিও বিসিসিআইয়ের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। সেখানে ভারতীয় দলের সদস্যদের প্রশ্ন করা হয়েছিল ইন্দোরে কোনটা সবথেকে প্রিয়? বেশিরভাগ ভারতীয় দলের সদস্য নাম নেন পোহা। যা ইন্দোরের অন্যতম বিখ্যাত খাদ্য। পাশাপাশি বেশ কয়েকজন আবার ভূমিপুত্র আবেশ খানের নাম নেন।
সুস্বাদু নিরামিষ পদগুলির অন্যতম হল পোহা। স্বাদের পাশাপাশি শরীরেরও খেয়াল রাখে এই খাবার। মাংস, ডিমের সঙ্গে পাল্লা দেয় পোহা। চিঁড়ে তো এমনিতে স্বাস্থ্যকর। তার উপর নানা রকম সব্জি, কারিপাতা, কাজু, কিশমিশ দিয়ে বানালে খেতেও দারুণ লাগবে। ইন্দোরের পোহা খাবার অন্যতম বিখ্যাত। ফলে ইন্দোরে এসে এই খাবারের স্বাদ নেবেন না ভারতীয় দলের সদস্যরা তা হয় নাকি।
তবে ব্যতিক্রমও আছে, সঞ্জু , রিঙ্কু সিং সহ কয়েকজন ক্রিকেটার অবশ্য ইন্দোরের প্রিয় বলতে সতীর্থ আবেশ খানের নাম করেন। কারণ এই শহরেরই ভূমিপুত্র আবেশ। রবিবার ঘরের মাঠে খেলতে নামবেন আবেশ।
এদিকে ভিন্ন দেশের হয়ে খেললেও কেকেআর জার্সিতে গুরবাজ এবং রিঙ্কু সিং একে অপরের সতীর্থ। ফলে বিমানের মধ্যেই রিঙ্কুর সঙ্গে খুঁনসুটিতে মাতলেন আফগান ক্রিকেটার।
বিমানে ঘুমিয়ে পড়েছিলেন রিঙ্কু। সেই সময় তাঁর নাকের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন গুরবাজ। মজা করেই তিনি করেছিলেন। ঘুম ভেঙে যায় রিঙ্কুর। তার পর দেখা যায় গুরবাজ রিঙ্কুর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন। দেশের হয়ে বিপক্ষ দল হলেও সেই ভালবাসা কমেনি। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে, ভারতীয় দলের জন্য সুখবর। ইন্দোর দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি। পারিবারিক কারণে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি কোহলি। তবে ইন্দোরে তিনি স্কোয়াডে যোগ দিয়েছেন। বিরাট ব্যক্তিগত ভাবে মুম্বই থেকে ইন্দোরে গিয়েছেন।