নিজস্ব প্রতিনিধি: রাজগঞ্জ ব্লকের বনবস্তি ও বন সংলগ্ন এলাকার বিশেষ চাহিদাসম্পন্নদের সাহায্যে উদ্যোগী হল বনদপ্তর। মানবিক প্রকল্পে ভাতা পাওয়ার ব্যাপারে সহযোগিতা করা ছাড়াও বন পরিচালন কমিটির প্রাপ্য শেয়ারের অর্থ থেকে সহায়ক সরঞ্জাম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই উদ্দেশ্যে শুক্রবার বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে এক আলোচনা সভা করা হয়। আমবাড়ি রেঞ্জ অফিসের অন্তর্গত দপ্তরের অতিথি আবাসে এই আলোচনা সভায় বিশেষ চাহিদাসম্পন্নদের নথি সংগ্রহ করা হয়। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে বনভোজন করা হয়।
এদিন প্রায় ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্নরা উপস্থিত ছিল। রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, বনবস্তি ও বন সংলগ্ন এলাকার বিশেষ চাহিদাসম্পন্নরা অজ্ঞতা ও যোগাযোগের অভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের মানবিক প্রকল্পে ভাতা দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এছাড়া যৌথ বন পরিচালনা কমিটির শেয়ারের অর্থ থেকে এইসব বিশেষ চাহিদাসম্পন্নদের সহায়ক সরঞ্জাম দেওয়া হবে।