নিজস্ব প্রতিনিধি, মালদ : গভীর রাতে ‘ফুল ভলিউমে’ হোম থিয়েটার বাজানোর প্রতিবাদ করায় বাঁশ দিয়ে মেরে বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ছেলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে, সোমবার গভীর রাতে ইংরেজবাজার থানার জাহাজফিল্ড এলাকায়। আহত বাবার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়।
তপুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত বাবার নাম বারেশ্বর মন্ডল(৬০)। অভিযুক্ত ছেলে সোনি কুমার মন্ডল পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।