বিশ্ব প্রতিবন্ধি দিবসে দিব্যাঙ্গ ছাত্র – ছাত্রীদের নিয়ে সোমবার সকালে শহরে শোভাযাত্রা বের করা হয় এক স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে ৷ শোভাযাত্রাটি আসানসোল কোর্ট সংলগ্ন স্পন্দন উদ্যান থেকে শুরু করে রবীন্দ্র ভবনে এসে শেষ হয় ৷
শোভাযাত্রার শেষে সংস্থার দিব্যাঙ্গ ছাত্র ছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয় ৷
সংস্থার পক্ষ থেকে সমাজের কাছে দিব্যাঙ্গদের সাধারণ মানুষ হিসাবেই গ্রহণ করার আহ্বান জানানো হয় যাতে দিব্যাঙ্গরাও সমাজে সুস্থ ও সামাজিক জীবণ অতিবাহিত করতে পারে ৷