নিজস্ব প্রতিনিধি : সোনার দোকানে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ১৫ কেজি সোনা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ও বংশীহারী থেকে ধৃত সকলে গঙ্গারামপুর আদালতে তোলা হয় রবিবার।
চুরি হয়েছিল হরিয়ানার গুরগাও এলাকায় গুরগাও এলাকায় একটি নামী সোনার দোকানে ডাকাতি হয়।
তদন্তে নামে হরিয়ানা পুলিশ। যোগ মেলে দক্ষিণ দিনাজপুরের অপরাধীদের। স্থানীয় পুলিশের সহয়তায় হরিয়ানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। উদ্ধার করা গেছে ডাকাতির ১৫ কিলো সোনা। এদিন গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। ট্রানজিট রিমান্ড নেওয়া হয়েছে তাদের।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী জানান, হরিয়ানা পুলিশ ও জেলা পুলিশ নিয়ে একটি ক্রাইম টিম গঠন করা হয়। লোকেশান অনুযায়ী হিলি ও বংশীহারী এলাকায় হানা মারা হয়। ১৫ কেজি সোনার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে একজন গুরগাওয়ের ওই সোনার দোকানে কাজ করত। তার ইনফরমেশনে ডাকাতি হয়। ঘটনায় জড়িত আরো কয়েকজনের খোজ হচ্ছে।