তুহিনশুভ্র আগুয়ান, হলদিয়া:  সামনেই আসন্ন লোকসভা নির্বাচন। নির্বাচনী উত্তাপ চড়তে না চড়তে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উঠলো সবুজ ঝড়।রবিবার মহিষাদলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়।

যেখানে মোট আসনের সংখ্যা ১২টি। যার মধ‍্যে মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১টি আসনে জয়ী হয় তৃণমূল-কংগ্রেস। এরপর বাকি ১১টি আসনে রবিবার নির্বাচন হয়। রবিবার সকাল থেকেই সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছিল তুঙ্গে। কোনোরকম রাজনৈতিক সংঘর্ষ মোকাবিলা করতে সকাল থেকেই ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এদিন দুপুর পর্যন্ত নির্বাচন হওয়ার পর  বিকেলে ফল প্রকাশিত হয়। ফলে তৃণমূল-কংগ্রেস ১১টি আসনের মধ্যে ১১টিতেই জয়লাভ করে। এই খবর স্হানীয় তৃণমূল মহলে ছড়িয়ে পড়তেই শুরু হয় তৃণমূলের বিজয় উল্লাস।

তৃণমূল নেতা সুমন সাঁতরা বলেন,“এই জয় মা মাটি মানুষের জয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে তারই ফল।”

এদিনের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম‍্যানেজার প্রদীপ মাজির। তিনি জানান,“সকাল থেকেই আমাদের এখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে । সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে এই জয়কে এক বড় সাফল্য বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here