নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ ছিনতাই হওয়ার পাঁচ দিনের মধ্যে পুলিশ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে নিয়ামত থানার পুলিশ। ধৃতদের নাম রবি পাশোয়ান , অঙ্কুর প্রসাদ ও প্রেমলাল শ্রীবাস্তব । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 44,000 টাকা।
শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কুলটি কেন্দুয়াবাজার এলাকায় এদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। জেরার মুখে এরা ছিনতাই এর ঘটনার কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।
উল্লেখ্য , 20 তারিখ ভরসন্ধ্যায় এক ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে দেড় লক্ষ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতিরা । এরপরই তদন্তে নামে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । বাকি টাকা , ঘটনায় ব্যবহৃত গাড়ি ও মোবাইল উদ্ধারের জন্য এদের রিমান্ডে নেবে পুলিশ ।
এর আগেও একাধিক ছিনতাই এর ঘটনায় এরা জড়িত ছিল বলে জেরার মুখে স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।