নিজস্ব প্রতিনিধি : সল্টলেকে সন্ধ্যে বেলায় একের পর এক মহিলাদের ব্যাগ ছিনতাই এর ঘটনায় অবশেষে গ্রেফতার এক দর্জি। নাম ফিরোজ আলি সরদার।
গ্রেফতার করলো বিধান নগর উত্তর থানার পুলিশ।মহেশতলা থেকে তাকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে বাইকে করে এক যুবক সন্ধ্যে বেলায় মহিলাদের ব্যাগ ছিনতাই করে চম্পট দিচ্ছিল। থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর পায়। সেই মতো গতকাল মহেশতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে পেশায় একজন দর্জি।
যখন সল্টলেকে মাল ডেলিভারি করতে আসত মাল ডেলিভারি করে ফেরার সময় ফাঁকা রাস্তায় ঘুরে বেড়াতো। যখনই কোনো মহিলা একা যেত চলন্ত বাইকে করে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দিত।