নিজস্ব প্রতিবেদক, নদীয়া: ছয় ছয়টি গো-সাপের ডিম উদ্ধার হলো শান্তিপুরের নতুনপাড়া অঞ্চলে সতী মাতার মন্দিরের ভেতর থেকে।
সকালবেলাতে পশুপ্রেমী অনুপম সাহার কাছে খবর আসে এবিষয়ে । তৎক্ষণাৎ অনুপম সাহা সেখানে গিয়ে সেখানকার স্থানীয় লোকদের সাথে নিয়ে সতী মাতার মন্দিরে ঢোকেন ।
ধীরে ধীরে মাটি সরাতেই একে একে অনেকগুলি ডিম দেখতে পাওয়া যায়। তিনি জানান এগুলি সবকটি গো-সাপের ডিম এবং এলাকার মানুষের এবিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই তার কারণ, এগুলো সব নির্বিষ প্রজাতির গো-সাপের ডিম।
তিনি এই ডিমগুলো বনদপ্তরের কাছে দিয়ে দেবেন এবং তাঁরাই এগুলিকে যথাযথভাবে ডিম ফুটিয়ে বাচ্চা বের করার কাজে লিপ্ত হবেন বলে তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেন।