নিজস্ব প্রতিনিধি: আজ দুপুরে কালাঝরিয়া পাম্পহাউসের কাছে পাইপলাইনের কাজ করার সময় পাইপের ভেতর থেকে তিনটা অজগর সাপ উদ্ধার করেছে পাইপ লাইনের কর্মরত স্থানীয় বাসিন্দারা।
কর্মীদের বক্তব্য পাইপ লাইন পাতার জন্য পাশে জলের মধ্যে রাখা পাইপ গুলো তুলতে গিয়ে পাইপের ভেতর থেকে প্রথমে একটা দশ ফুট লম্বা সাপ বার হয়।
তারপর ভেতর থেকে আরো দুটো সাপ বার হয় । সাপগুলো নিয়ে তারা গ্রামে নিয়ে রেখে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা আসার পর তাদের হাতে তুলে দেওয়া হয়।