নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়ি চম্পাসারি নর্মদা বাগান থেকে উদ্ধার হল 18 ফুট লম্বা একটি অজগর সাপ । আজ সকলে কিছু মানুষ ওই সাপটিকে দেখতে পায় ।
তারপর খবর দেওয়া হয় আনিমেল লিঙ্ক -এ। তাঁরা এসে নর্দমায় দেখতে পান একটি 18 লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে খবর বন দপ্তরকে ।