নিজস্ব প্রতিনিধি: ফের সীমান্তে এসএসবির জালে চোরা পাচারকারী। এবার শিলিগুড়ি সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্ত থেকে সাপের বিষের জার-সহ ধৃত এক পাচারকারী। ধৃতের নাম বলবাহাদুর ইয়াবা। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ধৃত ওই ব্যক্তি নেপালের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ইন্দো-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি সীমান্তের আউটপোস্টে কর্তব্যরত ছিলেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
অভিযোগ, সেই সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তার আচার-আচরণে সন্দেহ হয় সীমান্তে কর্তব্যরত জওয়ানদের। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কথায় অসংগতি মেলায় তাকে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় অভিযুক্ত বলবাহাদুর ইয়াবার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করে জওয়ানরা। সেই ব্যাগেই ছিল সাপের বিষের জারটি।
এরপরই অভিযুক্তকে আটক করে এসএসবি জওয়ানরা। পরে অভিযুক্তকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ, অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এসএসবি ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জারটি চিন থেকে নেপাল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল অভিযুক্ত পাচারকারী।