নিজস্ব প্রতিনিধি :বৃহস্পতিবার মাটিগাড়ার একটি বিলাশবহুল হোটেলে কুইজেরার আয়োজিত স্কুল ভিত্তিক কুইজ কম্পিটিশন আয়োজিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্টু পাল। ছাত্র ছাত্রিদের উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে তিনি তুলে ধরেন নিজের জিবনের বেশ কিছু মুহুর্ত।
এছাড়াও তিনি বলেন আগামি দিনে শুধু রাজ্যই নয়, নব প্রজন্মকেই দেশ চালাতে হবে। তাই সকলে পড়াশুনার পাশাপাশি, খেলাধুলা ও সাধারণ জ্ঞান অর্জন করাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে।
বৃহস্পতিবার আয়োজিত এই কুইজ টুর্ণামেন্টে শহর শিলিগুড়ি, জলপাইগুড়ির রাজগঞ্জ ও কিষানগঞ্জ থেকে মোট ছয়টি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে শিলিগুড়ির ডিএভি ইংরেজি মাধ্যম স্কুল, ও দ্বিতীয় স্থান অর্জন করে সেন্ট মাইকেল স্কুল। প্রত্যেক জয়িদের হাতে পুরস্কার ও সংশাপত্র তুলে দেন নান্টু পাল।