নিজস্ব প্রতিবেদক : শিলিগুড়িঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অভিযান গ্রেফতার এক উদ্ধার বারো কেজি গাঁজা।
শনিবার গভীররাতে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে কোচবিহার থেকে ফালাকাটা হয়ে এক মহিলা বিহারে একটি ব্যাগে বারো কেজি গাঁজা নিয়ে রওনা দিয়ে শিলিগুড়ি পৌঁছেছে।
এবং পুলিশের সেই সূত্রটি পুলিশকে জানায় সেই মহিলার নাম মিনু দাস বয়স ৩৬ বছর,সে শিলিগুড়ি জংশন এর কাছে বাসের জন্য অপেক্ষারত।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী অভিযান চালায় শিলিগুড়ি জংশন এলাকায় এবং মিনু দাস কে হাতেনাতে ধরে ফেলে।
তার হেফাজত থেকে উদ্ধার হয় একটি ব্যাগ এবং সেই ব্যাগ থেকে উদ্ধার হয় বারো কেজি গাঁজা। ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। মহিলার বাড়ি বিহারের কিশান্গঞ্জ এলাকাতে বলেই জানতে পেরেছে প্রধান নগর থানার পুলিশ।