নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার সকাল সাড়ে এগারোটা থেকে শৈলশহর দার্জিলিং- এ শিলাবৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
দুপুর তিনটে পর্যন্ত টানা শিলাবৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে আসে। রাস্তা ভরে যায় শিলাখন্ডে। গাড়ি চলাচল বন্ধ থাকে বেশ কিছুটা সময়।