নিজস্ব প্রতিনিধি : দেগঙ্গার থানার মগরা এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে ভাঙচুর আগুন ধরিয়ে দিলেন এলাকার মহিলারা।
দেগঙ্গার মগরা গৌরবঙ্গ রোডের মগরা পাম্পের কাছে মদের দোকান উদ্বোধন হওয়ার কথা ছিল শনিবার। শুক্রবার পেটিপেটি মদ দোকানে আনা হয়েছিল । এই খবর এলাকা মহিলারা জানতে পারেন। তাঁর প্রথমে দোকান বন্ধ করতে বলে। কিন্তু দোকান বন্ধ না করে দোকান চালু রাখেন দোকানদার। তার প্রতিবাদ মগরা গৌরবঙ্গ রোড অবরোধ শুরু করেন এলাকার মহিলারা।
পরে উত্তেজিত মহিলারা মদের দোকান ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ ।পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা । পুলিশ তাঁদের আশ্বস্ত করে যে এই এলাকায় কোনও মদের দোকান খোলা হবে না। এতে মহিলারা শান্ত হন এবং অবরোধ তুলে নেন।
এলাকার মহিলাদের দাবি প্রথমে বলা হয়েছিল গাড়ির টায়ারের দোকান হবে। তারপর দেখছি উদ্বোধন করে মদ বিক্রি করতে শুরু করেছে। এলাকার মহিলাদের দাবি অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে।