গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : বাংলা মহাভারত রচয়িতা কাশীরাম দাসের জন্মভিটা পূর্ব-বর্ধমানের কাটোয়ার সিঙ্গি গ্রামে। সেই সিঙ্গি গ্রামের রয়েছে দক্ষিণেশ্বরের আদলে বুড়োশিব মন্দির।সিঙ্গি গ্রামের আমরা কজনের পরিচালনায় বুড়ো শিব তলার প্রাঙ্গণে শিবরাত্রি উপলক্ষ্যে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে রবিবার থেকে।
রবিবার সকাল ৯ টায় মুচকুন্দপুরের মহিলা ঢাকের বাদ্য দ্বারা বর্ণাঢ্য প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুরে হরিনাম সংকীর্তন গান ও বোলান গান পরিবেশিত হয়।সোমবার বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাতে অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর রামকৃষ্ণ নাট্য নিকেতনের পরিচালনায় সাত টাকার সন্তান যাত্রা পালাটি। মঙ্গলবার পরিবেশিত হবে শঙ্খ প্রতিযোগিতা। কাশীরাম দাস নাট্য সমাজের পরিচালনায় মৃত্যু বাসরে ফুলশয্যা যাত্রাপালাটি পরিবেশিত হবে।
বুধবার আবৃত্তি প্রতিযোগিতা, স্লো সাইকেল রেস, মোমবাতি প্রজ্জ্বলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।রাত্রিতে পুঁইনি অন্নপূর্ণা নাট্য সংস্থার পরিচালনায় চেনা পৃথিবীর অচেনা মানুষ যাত্রাপালাটি পরিবেশিত হবে। বৃহস্পতিবার কুইজ, বিস্কুট দৌড়, নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাতে জগদানন্দপুর শিবশক্তি যাত্রা সংস্থা কর্তৃক চোখের জলে নিভলো চিতা যাত্রাপালাটি পরিবেশিত হবে।শুক্রবার অংক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাত্রিতে পাটুলি নবারুণ যাত্রা গোষ্ঠীর কর্তৃক একটি পয়সা যাত্রাপালাটি পরিবেশিত হবে।
শনিবার যেমন খুশি সাজো, বিভিন্ন প্রতিযোগিতায় সফলকারীদের পাশাপাশি যাত্রাপালা ও বাউল গানের পুরস্কার বিতরণ করা হবে।রাত্রিতে করুই যাযাবর যাত্রা ইউনিটের পরিচালনায় এ কেমন সভ্য সমাজ যাত্রাপালাটি পরিবেশিত হবে।এই সাতদিন সিঙ্গি গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের মানুষজন উৎসব আনন্দে মাতোয়ারা।