গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: সনাতনী যাত্রাপালা বাঁচিয়ে রাখতে গ্রামীণ যাত্রা সংস্থাগুলি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিবরাত্রি উপলক্ষ্যে মেতে উঠেছে কাটোয়ার সিঙ্গি গ্রাম ।
শুরু হয়েছে শিবরাত্রি উপলক্ষ্যে শোভা যাত্রা ও ৭ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান বাংলা মহাভারত রচয়িতা কাশীরাম দাসের জন্মভিটা পূর্ব-বর্ধমানের কাটোয়ার সিঙ্গি গ্রামে।সেই সিঙ্গি গ্রামের রয়েছে দক্ষিণেশ্বরের আদলে বুড়োশিব মন্দির।
সিঙ্গি গ্রামের আমরা কজনের পরিচালনায় বুড়ো শিব তলার প্রাঙ্গণে শিবরাত্রি উপলক্ষ্যে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে রবিবার থেকে তার মধ্যে রয়েছে সাত দিন ব্যাপী প্রতি যোগীতা মূলক যাত্রাপালা অনুষ্ঠান ।
মঙ্গলবার তার তৃতীয় দিনে সিঙ্গি কাশীরাম দাস নাট্য সমাজের পরিচালনায় “মৃত্যু বাসরে ফুলশয্যা “যাত্রাপালা টি পরিবেশিত হল । এই যাত্রাপালা দেখতে পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা ভিড় জমিয়েছে ।
জানা যায়, এই যাত্রা পালায় পরিবেশন করেছে সিঙ্গি গ্রামের ছেলে দেবজিৎ ব্যানার্জী, অরুনাংশু মুখার্জী , শুভ্ৰাঅংশু ব্যানার্জি, কালিচরন ভট্টাচার্য , কৌশিক ভট্টাচার্য, পার্থসারথি দত্ত , কার্তিক ঘোষ সহ আরও অনেকে ।বুধবার অনুষ্ঠিত হবে রাত্রিতে পুঁইনি অন্নপূর্ণা নাট্য সংস্থার পরিচালনায় “চেনা পৃথিবীর অচেনা মানুষ ” ।
বৃহস্পতিবার রাত্রিতে হবে জগদানন্দপুর শিবশক্তি যাত্রা সংস্থা কর্তৃক “চোখের জলে নিভলো চিতা ।শুক্রবার রাত্রিতে পাটুলি নবারুণ যাত্রা গোষ্ঠীর কর্তৃক “একটি পয়সা” শনিবার রাত্রিতে করুই যাযাবর যাত্রা ইউনিটের পরিচালনায় “এ কেমন সভ্য সমাজ” যাত্রাপালাটি পরিবেশিত হবে।
সেই রাতেই পুরষ্কৃত করা হবে বলে জানা যায়।এই সাতদিন ব্যাপী অনুষ্ঠান দেখার জন্য পার্শ্ববর্তী গ্রামের মানুষের ভিড় উপচে পরে সিঙ্গি বুড়োশিব তলা প্রাঙ্গনে।এইরকম উদ্যোগ কে এলাকা বাসীরা সাধুবাদ জানায়।