মদনমোহন সামন্ত : আজ মহা শিবরাত্রি। ফাল্গুনের কৃষ্ণা চতুর্দশী তিথিতে সারাদেশের মতো কলকাতাতেও শিবচতুর্দশী পালিত হচ্ছে সাড়ম্বরে। মন্দিরে মন্দিরে অগণিত ভক্তবৃন্দ সারাদিন উপবাস পালন করে শিবলিঙ্গে প্রহরে প্রহরে নানা উপচারের অর্ঘ্য নিবেদন করছেন।
খিদিরপুরের ভূকৈলাশ-এ এশিয়ার বৃহত্তম একশিলার শিবলিঙ্গ তে শ্রদ্ধালু ভক্তবৃন্দ সকাল থেকে লম্বা লাইন দিয়ে ভক্তিবিনম্র চিত্তে অপেক্ষা করছেন তাদের নিজেদের পালা পড়ার জন্য ।
মহানগরের অন্য প্রান্তে দুর্বার মহিলা সমন্বয় সমিতি আয়োজিত বিশালাকারের শিবমূর্তি পূজা উপলক্ষে যৌনকর্মীরাও উপবাসে থেকে শিবলিঙ্গে জল ঢেলে পুণ্যকামনায় প্রবৃত্ত ছিলেন।