অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার সকালে পলাশীপাড়া থানার অন্তর্গত জলঙ্গি সেতু সংলগ্ন একটি ইটভাটার পার্শ্ববর্তী জলাশয়ে আনুমানিক তিরিশ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় মহিলার গলায় কাপড় বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই খুনের প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ।