গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া:পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গড়ে উঠতে চলেছে স্বনির্ভর মহিলা গোষ্ঠীর প্রশিক্ষণ সেন্টারের জন্য নতুন ভবন।
কাটোয়া কালনা রোডে পাইকপাড়া বাসস্টপেজ ও জগদানন্দপুর বাসস্টপেজের মাঝখানে রাস্তার ধারে এই সেন্টারটি গড়ে উঠতে চলেছে। এম জি এন আর ঈ জি এস ২০১৮-১৯ প্রকল্পের প্রস্তাবিত অর্থ ১১ লক্ষ ১৯ হাজার ৫৩ টাকায় এই নতুন ভবনটি নির্মিত হবে।
জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল জানান, এই এলাকার গোষ্ঠীর মহিলাদের হাতে কাজ শেখার জন্য ও তাদের সভা সমিতির করার জন্য বড় একটি হলঘর নির্মিত হবে আগামী ছয় মাসের মধ্যে এবং আজই তাঁর শিলান্যাস হল।
উপস্থিত ছিলেন প্রধান গৌতম ঘোষাল ছাড়াও পঞ্চায়েত নির্মাণ সহায়ক দীপ্তিময় চ্যাটার্জী, চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিখিল রঞ্জন রায়, পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শেখর শেঠ, পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েতের কর্মীবৃন্দ সহ এলাকার মানুষ। এই নতুন ভবনটি হলে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুবই উপকৃত হবেন।