নিজস্ব প্রতিনিধি : সোমবার এক পথ দুর্ঘটনায় আহত 13 জন ছাত্র ও মৃত   এক মহিলার মৃত্যু হয়েছে । একই ঘটনায় আহত হয়েছে তেরোজন ছাত্র । ঘটনাস্থল কালচিনি থানার অন্তগত 31 নং জাতীয় সড়ক কালকূট এলাকা ।

সেণ্ট জেভিয়ার্স স্কুলের 13 জন ছাত্র কালচিনি এলাকার স্কুলের গাড়ি করে যাচ্ছিল । কালকূট এলাকায় স্কুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝিরডাবরি চা বাগানে ভিতরে ঢুকে যায় এবং সড়কের ধারে সাইকেলে করে এলাকার বাসিন্দা পার্বতী বর্মন যাচ্ছিলেন ।

তাঁকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এলাকার বাসিন্দারা জানান চালক মদ‍্যপ ছিল । ঘটনাস্থলে কালচিনি পুলিশ ও আলিপুরদুয়ার দমকল কেন্দ্র পৌছায় এবং আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here