নিজস্ব প্রতিনিধি :রামপুরহাট-বীরভূম : সাবধানে চালান জীবন বাঁচান মন্ত্রে ব্রতী নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরনার কথা মাথায় রেখে, ময়ূরেশ্বর থানার উদ্যোগে কোটাসুর স্কুলমোড়ে কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটা পদযাত্রা করা হয় ৷
এদিন উপস্থিত ছিলেন কোটাসুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদীপ বসাক , কুন্তল মিত্র , শিক্ষক রাহুল দেব দাস , ময়ূরেশ্বর থানার S.I তপন দাস , কুন্ডলা পঞ্চায়েতের প্রধান সুমন্ত পাল সহ প্রমুখ ৷ তারা এক মন্ত্রে বলেন সাবধানে চালান , জীবন বাঁচান ৷
অাপনি বাইরে বেরোলে অাপনার পরিবার অাপনার অপেক্ষায় থাকে ৷ অাপনার পরিবারের প্রতি অাপনার অনেক দায়িত্ব রয়েছে ৷ সুতরাং জীবনটাকে গুরুত্ব দেন ৷
ভবিষ্যৎ অাপনার অপেক্ষায় রত ৷ তাই রাস্তায় চলাফেরা করার সময় প্রত্যেকটি নিয়ম লক্ষ্য করে চলাফেরা করুন ৷ এতে অাপনি অামি সকলেই সুরক্ষিত থাকবো ৷ এভাবেই সারা কোটাসুর পদযাত্রার মাধ্যমে “Safe Drive , Save Life” এর প্রচার করলেন ৷