মালদা :শ্বশুর বাড়ি থেকে বাইকে করে ফেরার পথে আক্রান্ত এক ব্যবসায়ী। যানাযায় রাজিকুল শেখ নামে ঔই ব্যাক্তিকে মারধর করে সর্বস্ব লুট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার এলাকার সাদুল্লাপুরে। এই ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয় তদন্ত ইংলিশবাজার থানার পুলিশ। আক্রান্ত যুবক বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিক্যাল হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর শুক্রবার রাতে শ্বশুর বাড়ি থেকেমোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিল রাজিকুল। অভিযোগ ঠিকসেই সময় সাদুল্লাপুর কাছে সড়কে ছয় থেকে সাত জন দুষ্কৃতী পথ আটকে মারধর করতে শুরু করে। এরপর তাকে বাগানে টেনে নিয়ে গিয়েতার পকেটে থাকা একটি মোবাইল ফোন এবং নগদ ছয় হাজারটাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । কোনমতে সেখান থেকে পালিয়ে আসে রাজিকুল শেখ নামে ওই ব্যবসায়ী। আক্রান্ত ব্যবসায়ীর স্ত্রী শামীমা বিবি জানান তার স্বামী এদিন শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় সাদুল্লাপুর এলাকায় ছয় থেকে সাত জন স্বামীর পথ আটকে তাকে মারধর করে বাগানে টেনে নিয়ে গিয়ে। এরপর নামে একটি মোবাইল ফোন এবং নগদ ছয় হাজার টাকা ছিনিয়ে নেয় তার কাছ থেকে। তার স্বামী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুষ্কৃতীদের প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তাই তার স্বামী কাউকে চিনতে পারেনি।