নিজস্ব প্রতিনিধি : আজ সি বি আই দফতরে আসেন তিনি। সি বি আই সূত্রে খবর তৃণমূল কংগ্রেসের তহবিল এবং ছবি সংক্রান্ত বিষয়ে সুব্রত বক্সী, সৃঞ্জয় বসু এবং ডেরেক ওব্রায়ান কে জিজ্ঞাসাবাদ এর জন্যে তলব করে সি বি আই।
চলতি সপ্তাহেই সি বি আই দফতরে আসেন সংসদ সুব্রত বক্সী। আজ সেই ঘটনার তদন্তের জিজ্ঞাসাবাদে সাহায্য করতে সি বি আই দফতরে আসেন সৃঞ্জয় বসু।
আজ তার বয়ান রেকর্ড করা হতে পারে বলে সি বি আই সূত্রে খবর।