গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: সরস্বতী পুজোকে ঘিরে ১০ ফেব্রুয়ারী থেকে তিন দিন ধরে মেতে উঠতে চলেছে কাটোয়ার ঘোড়ানাশ,মুস্থূলী এবং আমডাঙ্গা গ্রাম,পাঁচবেড়িয়া ও একডেলা গ্রাম। সবকটি পুজোর থিম বৈচিত্রে ভরা।
মূর্তি তৈরির মুন্সিয়ানায় যোগ হয়েছে থিমের অভিনবত্বের নজরকাড়া শৈলী। এইসব এলাকার বাসিন্দাদের কাছে সরস্বতী পুজো হল এক বর্ষসেরা উৎসব।
এবারে এই সমস্ত গ্রামে প্রায় ৩৫ টি ক্লাব সরস্বতী পুজোয় চমক দিতে প্রস্তুত। চোখ ধাঁধানো আলোকসজ্জা, প্যাণ্ডেল, প্রতিমা, নানাবিধ প্রতিযোগিতা, নাচ, গান, বিচিত্রানুষ্ঠান প্রভৃতি আয়োজনে জমে ওঠবে তিনদিনের উৎসব।