গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলীর হরিতলার দেশবন্ধু বয়েজ ক্লাবের পুজো ২৬ তম বর্ষে পর্দাপণ করল।
শনিবার পুজো উদ্বোধন ও ডেঙ্গু সচেতনতায় অভিনব উদ্যোগে মশারী বিতরণ করা হল।পুজো উপলক্ষ্যে স্মরণিকা”বান্ধব”সংখ্যাটিও প্রকাশিত হয়।ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান ,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জ্জী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, সমাজসেবক পিণ্টু মণ্ডল, উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমৃতগোপাল সাহা,চাণ্ডুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নিখিলরঞ্জন রায়, ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর মজুমদার,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন হাজরা, ক্লাবের সভাপতি অনিল দত্ত,সম্পাদক শ্রীকান্ত দাস সহ সকল সদস্য।
পুজো উদ্বোধন উপলক্ষ্যে ৪০০ দুঃস্থ মানুষকে মশারি বিতরন করা হয়।