গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া:  পূর্ব-বর্ধমানের কাটোয়ার অনিঃস্ব স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো কাটোয়ার ১নং ব্লকের শ্রীখণ্ড পঞ্চায়েতের বিশ্ববন্ধু মিশনে।

কবিতা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুটি বিভাগে ভাগ করা হয়। আবাসিক মিশনের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

সকল প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। ৩০ টি চারাগাছ বিতরণ করা হয়। চারাগাছ হল সেগুন, মেহগনি, আম, পেয়ারা, সফেদা ও বেদানা।দুপুরের আহারের ব্যবস্থা ছিল।

উপস্থিত ছিলেন বিশ্ববন্ধু মিশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ বালা, অনিঃস্ব সংস্থার সভানেত্রী বনশ্রী বিশ্বাস, সম্পাদক সোমা মোদক, সাংবাদিক সঞ্জীব চৌধুরী, কাটোয়া কলেজের তিনজন নন টিচিং স্টাফ পার্থ মোদক, প্রিয় গোপাল ঘোষ,সূর্য চক্রবর্ত্তী,কাটোয়া পৌরসভার স্টার্ফ অরুণাভ ঘোষ, অনিঃস্ব সংস্থার সদস্য সঙ্গীতা দাস, কবিতা মল্লিক, চুমকি ঘোষ,মোনালিসা দাস মাঝি সহ বিশ্ববন্ধু মিশনের শিক্ষকরা। আবাসিক মিশনের ছাত্র-ছাত্রীরা খুবই খুশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here