সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- শান্তিপুরের বাংলাভাষা পৃথিবীর মধ্যে সবথেকে মধুর ও শুদ্ধ বাংলাভাষা অনেকটা এমনই বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবছর সেই শান্তিপুরেরই এক সংস্হা “বন্ধন” ভাষাদিবস উদযাপন করতে পৌঁছে গেল বাংলাদেশে।
সেখানে পৌঁছে তাঁরা কি বললো শুনুন – “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি? ” সত্যি আমরা ভুলি নি ভাষার জন্য রক্ত ঝরানো সেই দিনগুলোর কথা। তাই আমরা শান্তিপুর বন্ধন আজ পৌঁছে গিয়েছিলাম আমাদের ভাইদের দেশ বাংলাদেশে।
মায়ের ভাষা, মাটির ভাষা, আমাদের বাংলাভাষা কে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সেই বীর শহীদদের যে লড়াই, সেই লড়াইকে কুর্নিশ জানাতে তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জ্ঞাপন করতে পেরে আজ আমরা অত্যন্ত আনন্দিত।
এছাড়াও আমরা আমন্ত্রিত ছিলাম পশ্চিমবঙ্গ সরকার ও বাংলাদেশ সরকার আয়োজিত দুই পার বাংলার মিলন উৎসবে।
আমরা ভেদাভেদ বুঝিনা, বুঝিনা কাঁটাতারের বেড়া, বুঝিনা হিংসা, বুঝিনা রাজনীতি, শুধু বুঝি আমাদের দেশ মাতা সর্বত্র বিরাজমান। তাই আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরা এক দেশের সঙ্গে আরেক দেশকে এভাবেই বাঁধতে চাই ভালোবাসার বন্ধনে, বন্ধুত্বের বন্ধনে, ভাতৃত্বের বন্ধনে”। বন্ধনের এই সফল প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে শান্তিপুর সহ সারা পশ্চিমবঙ্গ।