শান্তিনিকেতন, ২১ ফেব্রুয়ারিঃ বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে গানে গানে ও শহীদ স্মরণে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদ স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বাংলাদেশ উপদূতবাসের পক্ষে শাহনাওয়াজ আখতার রানু।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতির দাবিতে বাংলাদেশের ঢাকার রাজপথে নামেন আন্দোলনকারীরা। নির্বিচারে গুলি চালানো হয় তাদের উপর।
শহিদ হন বেশ কয়েকজন যুবক। পরে ২০১০ সালে এই দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ। প্রতি বছরই বিশ্বভারতীতে পালিত হয় দিনটি ৷ রাতভর বিশ্বভারতীর রাস্তা জুড়ে আল্পনা আঁকে পড়ুয়ারা। এদিন এবার নব গঠিত বাংলাদেশ ভবনে পালিত হল ভাষা দিবস৷
‘আমার ভাইয়ের রক্তে রাঙা হল ২১ ফেব্রুয়ারি’ গানে গেয়ে একটি পদযাত্রা করেন বিশ্বভারতীর বাংলাদেশি ও অন্যান্য পড়ুয়ারা। পরে শহিদ স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।