সূর্য চট্ট্যোপাধ্যায়, নদীয়া :- সম্প্রতি স্ট্যাপলারের যে পিন্ দিয়ে আমরা প্রায়-ই অনেক কিছু আটকিয়ে থাকি, সেইরকম ৭০,৫০০ টি স্ট্যাপলারের পিন্ দিয়ে নিজের হাতে বেঁকিয়ে একটার সাথে আরেকটা জুড়ে জুড়ে ১,৮১৯ ফুটেরও বেশী দীর্ঘ একটা চেন বানিয়ে “গিনেস্ বুক্ অব্ ওয়ার্ল্ড রেকর্ড” –এ ভারতের হ’য়ে স্থান ক’রে নিয়েছে শান্তিপুরের ৩২ বছরের যুবক অনুপম সরকার ।
পেশায় তিনি একজন নামী বাচিক শিল্পী এবং কমেডিয়ান্ । আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিনের ১১৫৭ ফুটের রেকর্ড তিনি ভেঙ্গে দেন ।
এই সন্মান অর্জনের পর থেকে বিভিন্ন সংস্থা তাঁকে সংবর্দ্ধনা জ্ঞাপন করে এবং শুভেচ্ছা জানায়, কিন্তু গত ২০/১২/২০১৮ তারিখে বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী “ওয়াসিম আর কাপুরের” কাছ থেকে অনুপম সরকার যে “HONOUR FOR EXCELLENCE” সন্মান পেলেন সেটা এককথায় তাঁর জীবনের সেরা সন্মানের মধ্যে অন্যতম এটা বলা যেতেই পারে । শান্তিপুরের শিল্পী নবতোষ সেনের তত্ত্বাবধানে এই পুরো বিষয়টি সংঘটিত হয় ।
অনুপম সরকার আগামীতে তাঁর দেশের জন্য, রাজ্যের জন্য এবং শান্তিপুরের নাম উজ্বলার্থে আরও একাধিক সন্মান অর্জন করূক এটাই সকলের প্রার্থনা ।