নিজস্ব প্রতিনিধি, নদীয়া:- শান্তিপুরের ছাত্রনেতা মনোজ সরকার শান্তিপুর তথা নদীয়া জেলার রাজনীতিতে একটি বিশেষ নাম।
তৃণমূল কংগ্রেসের হয়ে ছাত্র রাজনীতি করতে করতে নাম ও প্রতিপত্তি হয় মনোজ এর বাড়ে দলের অন্দরের-ই প্রতিদ্বন্দ্বীর সংখ্যা।
অনেক মামলায় তাঁকে জর্জরিত করা হয় এবং এই মুহূর্তে মনোজ সরকার জামিনে মুক্ত থাকলেও শান্তিপুর ঢুকতে পারবেন না এমনই শর্তসাপেক্ষে তাঁর জামিন হয়েছিল।
মোট কথায় অতি প্রতিকূল পরিস্থিতির মধ্যে বেশ কয়েকটা দিন তাঁর কেটেছে। সূত্রের খবর, সম্প্রতি শান্তিপুর কলেজের গণ্ডগোলেও মনোজ এর নাম জড়ানো হয় যদিও তিনি শান্তিপুরের বাইরে ছিলেন।
তিনি যাতে শান্তিপুরে ঢুকতে না পারে সেই কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাঁর নাম জড়ানো হয় ।
মনোজ সরকার শান্তিপুরে ঢুকলে অনেক তথাকথিত তৃণমূল নেতাদের অসুবিধা হবে সেই জন্যই তাঁর বিরুদ্ধে এত চক্রান্ত এমনটাই মনে করছে অনেক সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের অনেক সাধারণ কর্মী।
এমতাবস্থায় গত ২৫শে জানুয়ারী ২০১৯ মনোজকে শান্তিপুরের তৃণমূল কংগ্রেসের SC/ST/OBC সেলের সভাপতি করা হয়। বিধায়ক তথা নদীয়া জেলার SC/ST/OBC সেলের সভাপতি ডঃ রমেন্দ্র নাথ বিশ্বাস এমনটাই ঘোষণা করেন।
ফলে সম্ভবতঃ আর কিছুদিনের মধ্যেই ছাত্রনেতা মনোজ সরকার আবার স্বমহিমায় রাজনীতি করতে আসছে সে কথা মনে করছে মনোজের অনুগামীরা। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে তাঁরা তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছে। এখন দেখাযাক পরবর্তী পরিস্থিতি কি ঘটে।