নিজস্ব প্রতিনিধি, নদীয়া:- শান্তিপুর তথা নদীয়া জেলার পুরোনো ও নামী স্কুলগুলির মধ্যে অন্যতম হলো শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়।
অথচ, সেই স্কুলের ভেতর থেকেই ওই স্কুলের-ই এক ছাত্রের সাইকেল চুরি হয়ে যায় । ছাত্রটির নাম অমিত বসাক, নবম শ্রেণীর ছাত্র ।
এই বিষয়ে ছাত্রটির বাবা অরবিন্দু বসাকের কাছে জানতে চাইলে তিনি বলেন যে- গত ২২শে জানুয়ারী ২০১৯ তারিখে তাঁর ছেলের প্রায়ই নতুন কালো রঙের বি.এস.এ সাইকেলটি শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়-এর ভেতর থেকে চুরি হয়ে যায় ।
তাঁর ছেলে প্যারেড সেরে এসে দেখে যে তাঁর সাইকেলটি নেই, তখন সে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়, তাও কোনো কাজ হয়নি। তারপর অরবিন্দু বসাক অভিভাবক হিসেবে এসে সিসি টিভি ফুটেজ দেখতে চান। সিসি টিভি ফুটেজে চোরকে শনাক্ত করা যায় বলে তাঁর দাবী, তবে পুলিশ-ই একমাত্র এই কাজটি করতে পারে সেই কারণে তিনি শান্তিপুর থানায় অভিযোগ করেন এবং স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ পত্রটিতে সম্মতি জানাই।
এখন দেখার যে, ওই গরীব ছাত্রটির জন্য পুলিশ কি ভাবে তদন্ত করে। শুধু তাই নয়, এই ঘটনা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, সিসি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা কি স্কুল ক্যাম্পাসের ভিতরে নিরাপদ? এ প্রশ্ন থেকেই যাচ্ছে।