নিজস্ব প্রতিনিধিঃ গত ১১ই জানুয়ারী বর্তমানের মা সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে রাস্তার ধারে দেড় লক্ষ টাকা কুড়িয়ে পেয়েছিলেন সম্রাট। সেই টাকা বর্ধমান থানায় জমা দিতে গিয়ে জানতে পেরেছিলেন যে ব্যাক্তির টাকা হারিয়ে গেছে তিনি ওই থানাতেই জিডি করেছেন।
থানা থেকে উক্ত ব্যাক্তি প্রদ্যুৎ গুপ্তকে ডেকে তার হাতে হারিয়ে যাওয়া টাকার ব্যাগটি সম্রাট ফেরত দেন এবং জানতে পারেন প্রদ্যুৎ বাবুর স্ত্রী কাকলি গুপ্তর চিকিৎসার জন্য আত্মীয়দের কাছ থেকে টাকাগুলো ধার করে নিয়ে ফিরছিলেন।
কাকলিদেবীর দুটো কিডনিই খারাপ এবং সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করতে হয়।
প্রদ্যুৎ বাবু টাকা ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে সম্রাটকে অনুরোধ করেছিলেন মা সর্বমঙ্গলা মন্দিরে আসার জন্য সকলে মিলে মায়ের কাছে পুজো দেবে। তাই আজ প্রদ্যুৎ বাবু তার স্ত্রী কাকলি গুপ্ত এবং কন্যা প্রিয়াঙ্খি গুপ্তকে সাথে নিয়ে পুজো দিতে আসেন।
সম্রাট গুপ্ত পরিবারের সাথে মায়ের কাছে পুজো দিয়ে কাকলিদেবীর দীর্ঘায়ু কামনা করেন এবং ১০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
সম্রাট বলেন – রাজনীতিতে সমাজ সেবাটাই মূল লক্ষ্য। আদর্শ এবং নীতি বাদ দিয়ে রাজনীতি নয়… এটাই আমরা শিখেছি এবং এই পথ থেকে আমরা সরবোনা