‘দ্য সিম্পসনস্’ শো-এর মুখ্য চরিত্র ‘আপু’ জাতিগত একরোখামির জন্য বহুল চর্চিত। এবার এই ‘আপু’-র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করল আর্জেন্টিনার একটি টিভি চ্যানেল। গোটা ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে জোর।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদীর পাশে এই চরিত্রটিকে ব্যবহার করা নিয়ে বিতর্কের মুখে পড়েছে আর্জেন্টাইন খবরের চ্যানেল ‘ক্রনিকা টিভি’।

এই চ্যানেলে দেখানো হচ্ছে, টিভি স্ক্রিনের একপাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বুয়েনাস আইরেস বিমানবন্দরের মাটি ছোঁয়ার দৃশ্য। অপর পাশে ‘দ্য সিম্পসনস্’ শো-এর মুখ্য চরিত্র ‘আপু’-র ছবি। নীচে বড় করে স্প্যানিশে লেখা ‘LLEGO APU’ অর্থাৎ ‘আপু এসেছে’! এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই চ্যানেলকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন।

কমেডিয়ান হরি কোন্দাবলু ওই দৃশ্যের একটি স্ক্রিনশট নিয়ে টুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এটা নিশ্চই সত্যি নয়, তাই তো?’

প্রসঙ্গত, পৃথিবীর ২০টি প্রধান অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলি যোগ দেয় জি-২০ সম্মেলনে। এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দু’টি পৃথক ত্রিদেশীয় বৈঠকে অংশ নেবেন মোদী। বৈঠক সেরে মোদী দেশে ফিরবেন আগামী মঙ্গলবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here