মদন মোহন সামন্ত : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে সম্প্রতি 42 জন সিআরপিএফ জওয়ান জঙ্গী আক্রমণে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে আজ যাদবপুরে একটি পদযাত্রার আয়োজন করা হয় ।
শহিদদের প্রতি সমবেদনা জানাতে এবং ঐক্যবদ্ধ হয়ে আতঙ্কবাদ-এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিতে আজ সোমবার 18 ফেব্রুয়ারি 2019 বিকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবন থেকে ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষাবন্ধু সমিতির সদস্যদের একটি মোমবাতি মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর হয়ে রাজা সুবোধ মল্লিক রোডের যাদবপুর থানা হয়ে আবার একই পথ ধরে বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট হয়ে পরিক্রমা শেষে ফিরে আসে।