নিজস্ব প্রতিনিধি, (রামপুরহাট -বীরভূম): কাশ্মীরে জঙ্গী হানায় নিহত বীর জাওয়ানদের আত্মার শান্তি কামনার জন্য মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিলে সামিল হন সাঁইথিয়া অভিনান্দ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্রপরিষদের সদস্যরা। এ

দিন মৌনমিছিলে পা মেলান স্থানীয় বিধায়ক শ্রীমতী লীলাবতী সাহা, সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলা খান ও পৌরপিতা বিপ্লব দত্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পিনাকীলাল দত্ত। মোমবাতি হাতে নিয়ে মৌনমিছল করে গোটা সাঁইথিয়া শহর পদক্ষিন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here